নড়াইল জেলা ক্রীড়া অফিস আয়োজিত লোহাগড়া উপজেলায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার ছাত্রদের সমন্বয়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 50 জন ছাত্র/ছাত্রীদের থেকে বাছাইকৃত 30 জন ছাত্র/ছাত্রীকে জাতীয় পর্যায়ের ফুটবল খেলোয়াড় ও ফুটবল কোচ জনাব দিলীপ চক্রবর্তী এর তত্বাবধানে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ প্রদান করা হয় । 04/03/2019 লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জনাব সুমন কুমার মিত্র , জেলা ক্রীড়া অফিসার ,নড়াইল এর সভাপতিত্বে সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও জার্সি বিতরণ করেন জনাব এস ,এম , ছায়েদুর রহমান , জেলা শিক্ষা অফিসর , নড়াইল ।