নড়াইল জেলা ক্রীড়া অফিসের সার্বিক ব্যবস্থাপনায় প্রতি অর্থ বছরে ০৪ (চার) টি প্রশিক্ষণ ও ০৫ (পাচ) টি প্রতিযোগিতার( ক্রিকেট ,ফুটবল , হকি , সাতার ,ভলিবল , ব্যাডমিন্টন ,হ্যান্ডবল , অ্যাথলেটিকস ,দাবা ,) আয়োজন করা হয় । প্রশিক্ষণ ০১ (এক) মাসব্যাপী ৬ থেকে ৮ টি প্রতিষ্ঠানের ৬০/৭০ জন ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের মাধ্যমে বাছাই করে ৩০ ত্রিশ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয় । প্রশিক্ষণ ও প্রতিযোগিতা শেষে পুরুস্কার এবং সনদপত্র প্রদান করা হয় । প্রশিক্ষণ ও প্রতিযোগিতা শেষে প্রতিভাবান খেলোয়াড় পর্যায়ক্রমে বিভাগ ও জাতীয় পর্যায়ে অংশগ্রহণের দক্ষতা অর্জণ করে যা নড়াইল জেলার মর্যাদা বৃদ্ধি করে । জেলা ক্রীড়া সংস্থান লেভেল টু মানের প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস