Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
কাবাডি প্রতিযোগিতা
বিস্তারিত

ক্রীড়া পরিদপ্তরের  বার্ষিক ক্রীড়া কর্মসূচি 2018-2019 এর   আওতায়  নড়াইল জেলা ক্রীড়া অফিসের আয়োজনে  চাচুড়ী  পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে  কালিয়া  উপজেলার 06 (ছয়) টি মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল  মাদ্রাসার  ছাত্রদের সমন্বয়ে  28/01/2019 ইং তারিখ  দিনব্যাপী কাবাডি প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়  ।  নড়াইল  জেলা  ক্রীড়া অফিসার , সুমন কুমার মিত্রের সভাপতিত্বে চাচুড়ী পুরুলিয়া  মাধ্যমিক বিদ্যালয় মাঠে  প্রধান অতিথি হিসেবে  উপস্থিত  থেকে  কাবাডি প্রতিযাগিতায়  চ্যাম্পিয়ন ও রানার আপ  দলের হাতে ট্রফি , সনদপত্র ও পুরস্কার তুলে দেন নড়ইল জেলার জাতীয় ভোক্তা অধিকার  সংরক্ষণ অধিদপ্তরের সহকারী  পরিচালক  মোহাম্মদ  মামুনুল  হাসান। এছাড়া অনুষ্ঠানে  বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রেডিট এন্ড মাকেটিং অফিসার মো: জাহিদুল হক,  চুাচুড়ী  পুরুলিয়া  মাধ্যমিক বিদ্যালয়ের  প্রধান  শিক্ষক  জনাব মো: আশরাফুল ইসলাম , মো: তুহিন , সদস্য  জেলা  ক্রীড়া  সংস্থা , নড়াইল । ফাইনাল খেলায়   চিচুড়ী  পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়  25-20 পয়েন্টে  শাহবাগ ইউনাই্টেড  একাডেমীকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জণ করে । পুরুস্কার   বিতরণী অনুষ্ঠানে  বিভিন্ন  বিদ্যালয়ের  শিক্ষকবৃন্দ ,ছাত্র /ছাত্রীবৃন্দ , সাংবাদিকবৃন্দ এবং স্থানীয়  গন্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত  ছিলেন ।